Tuesday, February 11, 2025

দ্বিতীয় দিনে সব মিলিয়ে ১৫২১ জন গ্রেপ্তার

 


তিস্তা নিউজ ডেস্ক ঃ শয়তানের সন্ধানে দেশ জুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টে আরও ৩৪৩ আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টের ভিত্তিতে আরও ১ হাজার ১৭৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৫২১ জনকে। এর আগের ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছিল ১ হাজার ৩০৮ জনকে। অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও, দাগী অপরাধী, জেল পলাতক আসামি, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হচ্ছে। এ ছাড়া অভিযানে থানা থেকে লুট হওয়া এবং অপরাধীদের হাতে থাকা অবৈধ অস্ত্রের সন্ধান পাওয়া যাচ্ছে। এ পর্যন্ত একটি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ছয়টি শর্টগান কার্তুজ, ১০টি ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধারের তথ্য জানিয়েছে পুলিশ। অভিযানে সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে গাজীপুর থেকে। গাজীপুরে দ্বিতীয় দিনে সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক এমপি চয়ন ইসলাম ও গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা সরকার আনুসহ ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গাজীপুর জেলার পাঁচটি থানা থেকে দ্বিতীয় দিন রোববার রাত পর্যন্ত ২১ জন এবং মহানগর এলাকা থেকে ৭৯ জন গ্রেপ্তার হয়। ময়মনসিংহের ধোবাউড়ায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. রেজাউল করিম (৫৫), মোকাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন ও উপজেলা যুবলীগের সেক্রেটারি মো. রেজাউল করিমকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে। নাটোরের সিংড়ায় স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কক্সবাজারে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতা-নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুড়িগ্রামের ফুলবাড়ীতে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পটুয়াখালীর বাউফলে  পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গাজীপুরের শ্রীপুরে ডেভিল হান্ট অভিযানে সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগ নেতা এবং ছাত্রলীগ কর্মীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুনামগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন থানা ও যৌথবাহিনীর সমন্বয়ে অভিযানে শাল্লা উপজেলায় অভিযান চালিয়ে দুই ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। যশোরের চৌগাছায় আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। চট্টগ্রামের আনোয়ারায় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও হাইলধর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দীনকে (৪৯) গ্রেপ্তার করা হয়েছে। মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় আওয়ামী লীগের স্থানীয় নেতা তানসেন আলীকে গ্রেপ্তার করা হয়েছে। সিলেটে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহীতে যৌথবাহিনীর বিশেষ অভিযান ডেভিল হান্টে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঠাকুরগাঁওয়ে বিদেশি পিস্তলসহ সোহেল রানা (৩৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সুনামগঞ্জে দুই ইউপি চেয়ারম্যান সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গাজীপুরের শ্রীপুর থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর (সিরাজগঞ্জ-৬) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি চয়ন ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। সাতক্ষীরার শ্যামনগরে বনদস্যুদের দুই সহযোগীকে আটক করা হয়েছে। এ সময় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে একটি একনালা পাইপ গান ও ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে কোস্ট গার্ড, পুলিশ ও নৌবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথবাহিনী। কুষ্টিয়ার মিরপুরে পাঁচ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের ধোবাউড়ায় অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঘোষগাঁও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রহুল আমিন (২৫)কে গ্রেপ্তার করা হয়। বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি জানান, কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক  মো. রেজাউল করিম (৫৫), মোকাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন ও উপজেলা যুবলীগের সেক্রেটারি মো. রেজাউল করিম (৫২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সিংড়া (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের সিংড়ায় স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- শেরকোল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সিদ্দিকুর রহমান (৪৫)। অপরজন পৌর স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. রিপন হোসেন (২৫)।

 স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে জানান, কক্সবাজারে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৫ নেতা-নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  রোববার বিকাল ও সোমবার ভোররাতে কক্সবাজার শহর ও উখিয়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- নুনিয়াছড়া এলাকার বাসিন্দা জেলা যুব মহিলা লীগের সাবেক সভাপতি আশেয়া সিরাজ, পৌর আওয়ামী লীগ নেতা নূর মোহাম্মদ ওরফে খুইল্লা মিয়া, উখিয়া পালংখালী ইউনিয়ন থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, রাজাপালং ইউনিয়ন যুবলীগের সভাপতি বেলাল উদ্দিন ও রাজাপালং ইউনিয়ন ছাত্রলীগের ৮নং ওয়ার্ড সভাপতি রেজাউল করিম। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার থানার ওসি ইলিয়াস হোসেন ও উখিয়া থানার মুহাম্মদ আরিফ হোছাইন।

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের ফুলবাড়ীতে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকালে তাদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শংকর কুমার সেন (৪৭) এবং নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমণ্ডল ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শমেশ উদ্দিন (৪৮)। 

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি জানান, পটুয়াখালীর বাউফলে  ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- পৌরসভার সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজ হাওলাদার (২৩), কালিশুরী ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা সোহাগ মৃধা (২৫), স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. বজলু সিকদার (৪৫), সূর্যমণি ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম (২৮) ও নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়ন আওয়ামী লীগ কর্মী আ: ছালাম (৫০)। শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জের শাল্লায় অভিযান চালিয়ে দুই ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- বাহাড়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু (৪৫) ও শাল্লা ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার (৭০)। এর মধ্যে সাত্তার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আর নান্টু স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি। চৌগাছা (যশোর) প্রতিনিধি জানান, যশোরের চৌগাছায় আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। রোববার রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- হাকিমপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান (৬৫) এবং পাশাপোল ইউপি সদস্য আমিনুল ইসলাম। আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের আনোয়ারায় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও হাইলধর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দীনকে (৪৯) গ্রেপ্তার করা হয়েছে। রোববার মধ্যরাতে নগরের বাকলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আনোয়ারা থানা পুলিশ। মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুরে আওয়ামী লীগ নেতা তানসেন আলীকে গ্রেপ্তার করা হয়েছে।্ব যৌথবাহিনীর সদস্যরা রোববার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেন। স্টাফ রিপোর্টার, সিলেট থেকে জানান, সিলেটে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার মধ্যরাত থেকে গতকাল সকাল পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেট মহানগরীর ৩৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও শাহপরাণ বহর আবাসিক এলাকার জাহেদ আহমদ এবং দক্ষিণ সুরমা উপজেলার লালারচক গ্রামের উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল জলিল তালুকদার। এছড়া সিলেট নগর থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত অয়ন দাশ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি বলে জানিয়েছে পুলিশ। রাজশাহী প্রতিনিধি জানান, রাজশাহীতে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- রাজপাড়া থানার আলীগঞ্জ পূর্বপাড়ার নয়ন শেখ (২৫), কর্ণহার থানার শরিষাকুড়ি কলেজ পাড়ার আ. জাব্বারের ছেলে আ: হানিফ (৪৪), দামকুড়া থানার নতুন মধুপুরের সাব্বির আহম্মেদ (২৮) ও বিন্দারামপুরের রহিদুল ইসলাম ওরফে বিশ্বাস (২২)। নয়ন হড়গ্রাম ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি ও বাকিরা আওয়ামী লীগ কর্মী। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও থেকে জানান, ঠাকুরগাঁওয়ে বিদেশি পিস্তলসহ সোহেল রানা (৩৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার ভোররাত সাড়ে ৩টায় পৌর-শহরের গোবিন্দনগর এলাকা থেকে অস্ত্রসহ তাকে আটক করে পুলিশ। সুনামগঞ্জ প্রতিনিধি জানান, সুনামগঞ্জে দুই ইউপি চেয়ারম্যান সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। রোববার রাতে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে যৌথ বাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার শাল্লা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবদুস সাত্তার (৭৬), শাল্লা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও বাহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী ওরফে নান্টু (৫০), দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির সদস্য ও বরকতনগর গ্রামের মো. শফিকুল ইসলাম (৫৫), তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও মাটিকাটা গ্রামের আব্দুল জলিল (৪৫), দিরাই সরকারি কলেজের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৌজ গ্রামের কাওছার আহমেদ (২৮) এবং ছাতক উপজেলা ছাত্রলীগ নেতা জামাল আহমদ (৩৫)। সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরার শ্যামনগরে অপারেশন ডেভিল হান্টে বনদস্যুদের দুই সহেযাগীকে আটক করা হয়েছে। এ সময় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে একটি একনালা পাইপ গান ও ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- চকবারা গ্রামের আব্দুল হাকিম গাজী (৬৮)  ও তার ছেলে মো. হাফিজুর রহমান গাজী (২৫)।স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে জানান, গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানের দ্বিতীয়দিনে সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম ও গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা সরকার আনুসহ ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার ৫টি থানা থেকে রোববার রাত পর্যন্ত ২১ জন এবং মহানগর এলাকা থেকে ৭৯ জন গ্রেপ্তার হয়। মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার মিরপুরে ৫ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  রোববার রাতে মিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি তেঘরিয়া এলাকার বেনজীর আহমেদ পলাশ, আমবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোশারফ হোসেন মুশা, কুর্শা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, পোড়াদহ ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হাজরাহাটি এলাকার বর্তমান মেম্বার দেলোয়ার হোসেন দুলাল ও মিরপুর পৌরসভার আওয়ামী লীগকর্মী আব্দুর রাজ্জাক পল্টু।

 

সূত্রঃ দৈনিক মানবজমিন 


শেয়ার করুন