আবেদ আলী (নীলফামারী) প্রতিনিধিঃ
"কবিতা সত্য ও সুন্দরের কথা বলে, উচ্চারণ হোক শুদ্ধ, সুন্দর ও সাবলীল" প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় সুকণ্ঠ আবৃতি পরিষদের একাডেমিক কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভার মাধ্যমে উদ্ভোধন করা হয়।
সভায় সুকণ্ঠ আবৃতি পরিষদের একাডেমিক কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন। এসময় সংগঠনটির সভাপতি ও শিল্পকলার সদস্য সচিব অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তা ও সাবেক অধ্যক্ষ আব্দুস সালাম,
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল হক রতন, সহকারী অধ্যাপক ওবায়দুল্লাহ মোছাব্বিহান, জলঢাকা থিয়েটার ও জাসাস এর সাধারণ সম্পাদক সাংবাদিক আবেদ আলী, শিক্ষক উম্মে তামিমা, আবজালুর রহমান, ফেরদৌস আলম, আব্দুল মালেক এবং আবৃতি ও নাট্য কলা প্রশিক্ষক গোলাম মোস্তফা প্রমুখ। পরে আগ্রহী শিক্ষার্থীদের মাঝে ফরম বিতরণ করা হয়।