Monday, February 24, 2025

নীলফামারীর কিশোরগঞ্জে মাদক ও দেহ ব্যবসার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও পথসভা



তহমিদার রহমান মিলন ঃ নীলফামারীর কিশোরগঞ্জে ২ নং পুটিমারি ইউনিয়নে খোকার বাজারে মাদক ও দেহ ব্যবসায়ীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল পথসভা করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ও অন্যান্য সংগঠনের ছাত্র নেতারা সহ এলাকার জনসাধারণ। জানা যায় নীলফামারীর কিশোরগঞ্জ, নীলফামারী সদর থানা ও জলঢাকা থানার সীমান্তবর্তী এলাকা হওয়ায়,খোকার বাজারে দীর্ঘদিন ধরে এই এলাকায় ফেনসিডিল, ইয়াবা, হিরোইন, গাঁজাসহ দেহ ব্যবসা চলে আসতেছে তারে ধারাবাহিকতায় গতকাল হাতেনাতে দুই নারীসহ এক দেহ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ৪০ পিতা মৃত খয়রাত সাং পোড়াকোড কশাইপাড়া নামে আটক করা হয়। পরে খোকার বাজার রূপান্তর যুব সংঘ ক্লাবে আনা হলে। পরে জাহাঙ্গীর আলম কে ছেড়ে দেয়।পরবর্তীতে জাহাঙ্গীর আলম তার দলবল দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে ক্লাবে হামলা করে তারই প্রতিবাদে আজ বাদ মাগরিব যুব সংঘ ক্লাবের পক্ষ থেকে বৈষম বিরোধী আন্দোলনের নেতারা সহ অন্যান্য ছাত্র সংগঠন এবং এলাকার জনসাধারণ একত্রিত হয়ে দেহ এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও পথসভা করেন। উক্ত পথসভা বক্তব্য রাখেন ছাত্রনেতা জাহাঙ্গীর আলম, পল্লব সাহা, মেজবাহুল ইসলাম বাবু , সহ আরো অন্যান্যরা, এ সময় বক্তারা বলেন, আমরা এই এলাকায় আর কোন দেহ ব্যবসায়ী মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্ত ব্যক্তিদের দেখতে চাই না। আমরা খোকার বাজার হতে সকল অপকর্ম রুখে দেবো এবং এই এলাকা মাদকমুক্ত ও দেহ ব্যবসা বন্ধ না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না।


শেয়ার করুন