মাহমুদ আল-হাছান, তিস্তা নিউজ:
নীলফামারীর জলঢাকায় আজ বিকাল ৩'৩০ মি. রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমুল্য সাধারন মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবিতে জলঢাকা উপজেলা জামায়াতের একটি বিশাল মিছিল আল ফালাহ কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জিরো পয়েন্ট মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথীর বক্তব্যে উপজেলা জামায়াতের আমীর জনাব মোখলেসুর রহমান মাস্টার রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল রেস্তোরা বন্ধ রাখতে হোটেল ব্যাবসায়ীদের প্রতি আহ্বান জানান। দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতি রোধ ও দ্রব্যমুল্য সহনীয় পর্যায়ে রেখে সাধারন জনগনের সিয়াম সাধনাকে শান্তিপুর্ন করতে সরকারের প্রতি তিনি উদাত্ত আহ্বান জানান।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নীলফামারী-৩ আসনে জামায়াত মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, উপজেলা জামায়াতের সেক্রেটারি জনাব মোয়াম্মার আল-হাছান সহ উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।