Tuesday, February 11, 2025

অধ্যক্ষ আজিজুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী

 


মাহমুদ আল-হাছান, তিস্তা নিউজ

আজ ১১ ফেব্রুয়ারি, নীলফামারী জেলা জামায়াতের সাবেক আমীর, বৃহত্তর রংপুর জামায়াতের অবিসংবাদিত নেতা অধ্যক্ষ আজিজুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী। ২০০০ সালের আজকের দিনে এই সম্ভাবনায় নেতা তাঁর ইহজগতের সফর শেষ করেন। 

অধ্যক্ষ আজিজুল ইসলাম পর্যয়ক্রমে জলঢাকা উপজেলা জামায়াতের আমীর, নীলফামারী জেলার আমীর, রংপুর জেলা জামায়াতের নায়েবে আমীর এবং রংপুর অঞ্চলের টিম সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কঠিন দুঃসময়ে নীলফামারী জেলা জামায়াতের হাল ধরে রেখেছিলেন অত্যন্ত শক্ত হাতে। তাঁর সাহসী ও সবল নেতৃত্বে নীলফামারী জেলা জামায়াতের অন্যতম ঘাঁটিতে পরিণত হয়। তিনি ২০০৮ সালে ও ২০১৮ সালে নীলফামারী-৩ (জলঢাকা) আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহন করেন এবং দুইবারই তাঁকে জালিয়াতি ও কারচুপির মাধ্যমে হারিয়ে দেওয়া হয়। 


তাঁর মৃত্যুতে জলঢাকা তথা নীলফামারী জামায়াত একজন সম্ভাবনাময় জাতীয় নেতা ও রত্নকে হারিয়ে ফেলে। 

সারা জীবন সংগঠনের জন্য নিবেদিত এই নেতাকে এই এলাকার মানুষ অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরন করে।


শেয়ার করুন