নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ভাবনচুর বাজারে অভিযান চালান নীলফামারী
র্যাব ১৩ স্কট কমান্ডের এএস পি -শেখ মাহাফুজার রহমান, সিপিসি-২ , নীলফামারী। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার
রাত সারে ১০টার দিকে জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ভাবনচুর বাজার এলাকা
তাদেরকে আটক করাতে সক্ষম হন।
আটককৃত ব্যক্তিরা হলেন-আল আমিন,(৪০) পিতা মৃত শহর উদ্দিন। গ্ৰাম-ভাবনচুর,৭নং ওয়ার্ড ,গোলমুন্ডা ইউনিয়ন,জলঢাকা নীলফামারী ।অপর ব্যক্তি হলেন
বাহারুল,(৩৫)আফতাব উদ্দিন,
গ্ৰাম-ভাবনচুর,৭নং ওয়ার্ড ,গোলমুন্ডা, ইউনিয়ন,জলঢাকা নীলফামারী ।
পরে জলঢাকা থানার ওসি আরজু মুহাম্মদ সাজ্জাদ হোসেনের কাছে মাদক ব্যবসায়ী দুই জন এবং ২ কেজি গাজা সহ হস্তান্তর করেন।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জলঢাকা থানার ওসি আরজু মুহাম্মদ সাজ্জাদ হোসেন।
এ বিষয় জলঢাকা থানার অফিসার ইনচার্জ আরজু মুহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে জলঢাকা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে যাহার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান।তিনি আরো বলেন মাদকের বিষয়ে কাউকে কোন ভাবে ছাড় দেওয়া হবে না।