Thursday, February 6, 2025

এতিম খানায় মানত করা পশু বিক্রি করে তার টাকা এতিমখানার ফান্ডে জমা করা প্রসঙ্গে?

 


প্রশ্ন : কোন ব্যক্তি যদি কোন মাদ্রাসার এতিমখানায় মান্নতের কোন পশু দান করে, তাহলে ওই মাদ্রাসার এতিমখানার দায়িত্বশীল ব্যক্তিদের জন্য এই মান্নতকৃত পশুটি বিক্রি করে তার মূল্য এতিমখানার ফান্ডে জমা করা কি জায়েজ?


 উত্তর : পশু যদি জবেহ করার মানত করে থাকে, তাহলে জবেহ করতেই হবে। আর যদি পশু দান করার নিয়ত করে, তাহলে পশু বা তার মূল্য দিলেও চলবে।


শেয়ার করুন