Friday, February 14, 2025

ইসলামিক জিজ্ঞাসা শবে বরাতে করনীয় বর্জনীয়



প্রশ্ন ঃ  শবে বরাতে রাতের আমল এবং পরিহারযোগ্য কাজগুলি দয়া করে জানাবেন কি?


মনে রাখবেন প্রত্যেক জিনিসের একটা হাকিকত বা মৌলিকত্ব থাকে। এই রাতের মৌলিকত্ব হচ্ছে- তাওবা-ইসতিগফার এবং ইবাদত-রিয়াঝতের মাধ্যমে মহান প্রভুকে সন্তুষ্ট করা। কাজেই আমাদের উচিত হবে বন্ধুদের নিয়ে হাসি-তামাশা, আড্ডাবাজি, আতশবাজি বা ঘুরাঘুরি না করে রাতটির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক নিম্নলিখিত আমলগুলো করার চেষ্টা করা:

-নিকটাত্মীয়, পাড়া প্রতিবেশির কবর জিয়ারত করা

– বেশি বেশি তাওবা-ইসতিগফার করা

-কোরান তিলাওয়াত করা।

– সুরা ইয়াছিন, রহমান, মুলক্ পাঠ করা

– দোয়া ইউনুছ পাঠ করা

– বেশি বেশি দরুদ শরিফ পাঠ করা

– জিকির করা

-তাওবার নামাজ, সালাতুত তাসবীহ্

– তাহাজ্জুদ এবং ইবাদত বান্দেগীর মাধ্যমে রাত অতিবাহিত করা।


শেয়ার করুন