তিস্তা নিউজ ডেস্ক ঃ জাতিসংঘের তদন্ত রিপোর্টে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ একটি বর্বর ও খুনিদের দল। এমন খুনি ভারতীয় তাঁবেদার দলের এদেশে রাজনীতি করার কোন অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব মো. আখতার হোসেন।
বৃহস্পতিবার বিকেলে নগরীর রিকাবিবাজারস্থ কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
আখতার হোসেন বলেন, এদেশকে আর পেছনে যাওয়ার সুযোগ নেই। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত এখন সময়ের অপরিহার্য দাবি। যদি আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে না পারি তাহলে জাতির ঘাড়ে ফের ফ্যাসিবাদ চেপে বসতে পারে।
তিনি বলেন, অবিলম্বে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। এদেশে আর চাঁদাবাজি, দখলবাজি ও লুটপাটের রাজনীতির সুযোগ নেই। এজন্য প্রয়োজন নতুন রাজনৈতিক বন্দোবস্ত। নাগরিক কমিটি সেই বন্দোবস্ত করতে কাজ করছে।
জাতীয় নাগরিক কমিটির সিলেট মহানগর সংগঠক ডা. হোসাইন আহমদের সভাপতিত্বে ও আজহার উদ্দিন খানের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন- জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় মুখপাত্র সামান্তা শারমিন, আরেফিন মো. হিজবুল্লাহ, আব্দুল্লাহ আল আমিন, দ্যুতি অরুণ চৌধুরী, সাদিয়া ফারজানা দিনা, অর্পিতা শ্যামা দেব, এহতেশাম হক ও প্রীতম দাশ, ডা. খালেদ মাহমুদ, অ্যাডভোকেট জোছনা ইসলাম, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন শামীম, মো. রেজাউল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব, শাবিপ্রবির সমন্বয়ক নাসিম, দেলওয়ার হোসেন শিশির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা সভাপতি আক্তার হোসেন ও মুখপাত্র মালেকা খাতুনা সারা, সার্চ কমিটির মধ্য থেকে নাজিম উদ্দিন সাহান, আব্দুর রহিম, ফয়ছল আহমদ।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ সালিম আহমদ। গীতা পাঠ করেন মনন দেবনাথ ও কবিতা আবৃত্তি করেন সাব্বির আহমদ।
সূত্র ঃ দৈনিক আমারদেশ।