Monday, March 10, 2025

জলঢাকায় জামায়াতের যাকাত শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল



হাকিম বদিউজ্জামান জলঢাকা, প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার আয়োজনে উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আল হাছানের পরিচালনায় ও উপজেলা আমীর মোখলেছুর রহমান এর সভাপতিত্বে সোমবার (১০ মার্চ) বিকালে যাকাত শীর্ষক এক আলোচনা ও ইফতার মাহফিল উপজেলা জামায়াত অফিসে অনুস্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নীলফামারী জেলা জামায়াতের নায়েবে আমীর ড.খায়রুল আনাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নীলফামারী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নীলফামারী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী জেলা জামায়াতের শুরা সদস্য 

অধ্যক্ষ ওবায়দুল্লাহ সালাফী,শুভেচ্ছা বক্তব্য রাখেন জলঢাকা উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও প্রেসক্লাব জলঢাকার সভাপতি কামারুজ্জামান,উপজেলা সহকারী সেক্রেটারি মুজাহিদ মাসুম ও পৌরসভার আমীর মোজাম্মেল হক প্রমুখ।


শেয়ার করুন