Sunday, March 9, 2025

জলঢাকায় এম আর ইলেকট্রনিক্স অ্যান্ড হোম এ্যাপ্লিয়েন্স মার্ট এর উদ্বোধন

 

আসাদুজ্জাম জলঢাকা (প্রতিনিধি): নীলফামারীর জলঢাকায় এম আর ইলেকট্রনিক্স অ্যান্ড হোম অ্যাপ্লিয়েন্স মার্ট এর শুভ উদ্বোধন হয়েছে। 

আজ রবিবার (৯ মার্চ)জলঢাকা ডালিয়া রোড (বারি মার্কেটে) শোরুমটি উদ্বোধন করা হয়েছে।শো-রুমটির প্রোপাইটার আব্দুর রাজ্জাক রিংকু। আব্দুর রাজ্জাক রিংকু বলেন, জলঢাকা বাস স্ট্যান্ড সংলগ্ন আমাদের একটি শোরুম আছে যা সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে।এটি আমাদের দ্বিতীয় শো- রুম। আমরা সাধারণ মানুষের কথা চিন্তা করে শহরের প্রান কেন্দ্রে এটি উদ্বোধন করলাম। সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।

 উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্ব কামরুজ্জামান নায়েবে আমীর জলঢাকা উপজেলা শাখা ও সভাপতি প্রেসক্লাব জলঢাকা ,আলহাজ্ব মোজাম্মেল হক পৌর আমীর,অপিয়ার রহমান পৌর সেক্রেটারী,জনাব.সেলিমুর রহমান সেলিম ভারপ্রাপ্ত  অধ্যক্ষ জলঢাকা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়, রুহুল আমিন,বেলাল হোসেন প্রমুখ ।আরো উপস্থিত ছিলেন জলঢাকার বাজারের বিভিন্ন স্তরের ব্যবসায়ী বৃন্দ।



শেয়ার করুন