Wednesday, March 19, 2025

ঈদ উপলক্ষে প্রদত্ত ভিজিএফ কার্ডে দেওয়া হচ্ছে 'আতপ চাল' দরীদ্র জনগোষ্ঠির ক্ষুদ্ধ প্রতিক্রিয়া

 

মাহমুদ আলহাছান, তিস্তা নিউজ

আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে সরকারের পক্ষ থেকে বরাবরের মতো দরীদ্র জনসাধারনকে ঈদ উপহার হিসাবে ১০ কেজি করে চাল দেয়া হচ্ছে। নির্ধারিত সংখ্যক ভিজিএফ কার্ডের মাধ্যমে জলঢাকা উপজেলার সব-কটি ইউনিয়নে আজ (বুধবার) থেকে এই চাল বিতড়ন করা হচ্ছে। 

চাল গ্রহনের পরে দেখা যায় যে এগুলো সাধারন খাওয়ার উপযোগী চাল নয়, বরং দেয়া হচ্ছে পিঠা পোলাও খাওয়ার আতপ চাল। আপাত দৃষ্টিতে এটিকে সরল বিষয় মনে হলেও সাধারন দরীদ্র জনগন এটিকে তাদের প্রতি একটি নির্মম তামাশা বলে মনে করছে।  উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে সব জায়গায় একই চিত্র পরিলক্ষিত হয়। গোলমুন্ডা ইউনিয়নের বিধবা ফাতেমা বেগম এই প্রতিবেদকের কাছে অভিযোগ করেন যে, "এই চাল তুলে ৪/৫ দিন নিশ্চিন্তে খাবো বলে আশা করে ছিলাম কিন্ত সে আশা নস্যাৎ হয়ে গেলো। এই চাল দিয়ে আমি এখন কি করবো?" দিনমজুর আনিছুর রহমান চাল তোলার পরে বিক্রি করার জন্যে গ্রাহক খুঁজতেছিলেন।  তিনি বলেন- এই চাল কেউ কিনতেও চাচ্ছে না এবং কিনলেও মাত্র ২৫ টাকা কেজি দাম দিতে চাচ্ছে, কি যে করি!

সাধারনতঃ দেশের দক্ষিন-পুর্ব অঞ্চলের চট্টগ্রাম এলাকার স্থানীয় জনগন আতপ চালের ভাত খেয়ে থাকে কিন্ত উত্তরাঞ্চলের মানুষ এই আতপ চালে মোটেও অভ্যস্ত নয়। তাছাড়া যে চাল দেয়া হচ্ছে তা খুব একটা মানসম্মতও নয়।

সচেতন মহল মনে করছে, জেলা ও উপজেলা খাদ্য কর্মকর্তা এ অঞ্চলের মানুষের খাদ্যাভ্যাস ও রুচি সম্বন্ধে অজ্ঞ নয়। তা সত্বেও দরীদ্র অসহায় লোকজনকে  সেদ্ধ চাল না দিয়ে আতপ চাল দেয়াটা দুঃখজনক। তারা চাইলে আভ্যন্তরীণ বিনিময়ে মাধ্যমে এ চাল পরিবর্তন করে দিতে পারতেন। তাদের গাফলতির কারণে সরকারের একটি ভালো উদ্যোগ কালিমাযুক্ত হয়ে গেলো।


শেয়ার করুন