জাহিদুল ইসলাম জলঢাকা ঃ নীলফামারীর জলঢাকার টেংগনমারী বাজারে ইয়াবা ট্যাবলেট দিয়ে এক ব্যবসায়ীকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেছেন, রশিদুল ইসলাম(৩৮) নামে এক দুষ্কৃতকারী।
গতকাল (শনিবার) রাতে পৌরসভার পান্তা পাড়া (৬নং ওয়ার্ড)এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেফতারকৃত রশিদুল উপজেলার খালিশা খুটামারা খামাত পাড়া এলাকার মৃত আকবর আলীর ছেলে।
ঘটনার বর্ণনায় জানা যায়, গত বুধবার(১২ মার্চ )রাতে উপজেলার টেংগনমারী বাজারে রহমতুল্লাহ নামে এক কসমেটিক্স ব্যবসায়ীকে মিথ্যে অপবাদ দিয়ে ফাঁসাতে তার দোকানে গোপনে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট রেখে চলে যায় রশিদুল ইসলাম। (যা সিসি টিভির ফুটেজ রয়েছে)। তারপর কে বা কাহারা পুলিশ কে খবর দেয়। পুলিশ টেংগনমারী বাজারে ঐ ব্যবসায়িকে গ্রেফতার করতে গেলে জনগণের তোপের মুখে পড়ে। এ ঘটনায় ভুক্তভোগী দোকানদার থানায় মামলা করে, সেই মামলার সূত্র ধরে পুলিশ গতকাল অভিযুক্ত রশিদুল কে আটক করে।