মাহমুূদ আল-হাছান, তিস্তা নিউজ: জলঢাকা উপজেলার গোলমুন্ডায় ধর্ষন চেষ্টার অভিযোগে একজনকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
জানা গেছে, গোলমুন্ডা ইউনিয়নের মিশনপাড়া গ্রামে রিকশাচালক সফিকুল ইসলামের তরুণী স্ত্রী পরী বেগম(৩৫) (ছদ্মনাম) গতকাল সন্ধ্যায় একা তার ঘরে অবস্থানকালে পার্শ্ববর্তী পানাতিপাড়া গ্রামের মৃত মজে মিয়ার পুত্র জাহেদুল ইসলাম(৪৫) ওরফে বিজি তার ঘরে প্রবেশ করে এবং তার মুখ চেপে ধরে তাকে জড়িয়ে ধরে এবং ধর্ষনের চেষ্টা করে। পরী বেগম কোনো রকমে নিজেকে ছাড়িয়ে নিতে সক্ষম হয় এবং চিৎকার করতে থাকলে জাহেদুল পালিয়ে যায়।
দ্রুত ঘটনাস্থলে আসার অনুরোধ জানান। পুলিশ গিয়ে আহত জাহেদুলকে পরী বেগমের বাড়ী থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। জলঢাকা থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন গ্রেফতার এর সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন জাহেদুলের বিরুদ্ধে জলঢাকা থানায় মামলার প্রস্ততি চলছে।