Friday, March 7, 2025

জলঢাকায় বৈষম্য বিরোধী ছাত্রদের জিম্মায় থাকা গাছ হস্তান্তর

 

মোঃ মিরাজুর রহমান ঃ নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বৈষম্য বিরোধী ছাত্রদের জিম্মায় থাকা সেই গাছ হস্তান্তর করা হয়েছে। হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে জমির মূল মালিক ছানার হাতে শুক্রবার বিকেলে এসব গাছ হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন, নাগরিক পার্টির উপজেলার প্রতিনিধি মোহাইমেনুর রহমান সানা, বৈষম্য বিরোধী ছাত্রদের নীলফামারী জেলা সংগঠক সাবাব তানজিম,সাব্বির সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

উল্লেখ্য, গত ১৬/০১/২০২৫ ইং জলঢাকা উপজেলার সাইটনালা বাজারে জমিজমা সংক্রান্ত ঝামেলা ও বেশকিছু গাছ কাটাকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়।বিষয়টি স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্রদের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে সমাধানের চেষ্টা করে। কিন্তু ঘটনাটি সমাধান না হয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে হাতাহাতি হয়।এসময় বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের নেতারা গাছগুলো তাদের নিজেদের জিম্মায় রাখে। এ নিয়ে বৈষম্যবিরোধী নেতাদের কয়েকজনকে আসামী করে একটি কুচক্রী মহলের নির্দেশে থানায় মামলা দেওয়া হয়। পরে বিষয়টি রাজনৈতিক পর্যায়ে গেলে এ নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মামলার উষ্কানিদাতা ও তাদের বিচারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে উপজেলা বৈষম্য বিরোধী ছাত্ররা। সর্বশেষ মামলার বাদী ওয়াহিদুজ্জামান জমির যথাযথ কাগজপত্র দেখাতে না পাড়ায় নিজেই অনুতপ্ত হয়ে মামলা তুলে নেন। তারেই প্রেক্ষিতে জমির প্রকৃত মালিক খলিলুজ্জামানকে ৭ মার্চ শুক্রবার বিকেলে গাছগুলো হস্তান্তর করা হয়।


শেয়ার করুন