আবেদ আলী (জলঢাকা):"জাগছে তরুন গড়বে দেশ, বাংলাদেশ বাংলাদেশ শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় তারুণ্যের জলঢাকার এসএসসি মেধা অন্বেষণ পরীক্ষা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
তারুণ্যের হাত ধরে তারুণ্যবান্ধব জলঢাকা গড়তে চান শিক্ষার্থীরা। যেখানে থাকবে না মাদক কিংবা অনৈতিক কোনো কার্যক্রম।
শনিবার ২২ মার্চ) দুপুরে জলঢাকা সরকারী কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে প্রেসক্লাব সাধারন সম্পাদক প্রকৌশলী শাহজাহান কবির লেলিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন। বিশেষ অতিথি ছিলেন, থানা অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ! বক্তব্য রাখেন, ক্রীড়া সংগঠক আলমগীর হোসেন, ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংস্থার সদস্য আসিফ ইকবাল সাজু এবং আয়োজকদের মধ্যে তরুণ ছাত্রনেতা ইকবাল জিহাদ, সাজিদা শারমিন পিংকি, আবু সাইদ শাকিল ও আব্দুল আলিম প্রমুখ। এর আগে কলেজ কক্ষে তারুণ্যের এসএসসি মেধা অন্বেষণ পরীক্ষায় প্রায় শতাধিক অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে মেধা অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।