বিশেষ প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে একই মঞ্চে আওয়ামী লীগ নেতাকে নিয়ে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন জেলা প্রশাসক ও ইউএনও। এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে।
গত শনিবার সৈয়দপুর সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকী। তাদের পাশেই ছিলেন বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক ও সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাফিজুর রহমান।
দৃশ্যটি ভালোভাবে নেননি উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ শিক্ষার্থী-অভিভাবকরা। একই সঙ্গে অধ্যক্ষ গোলজার হোসেনের মধ্যাহ্নভোজের আহ্বান প্রত্যাখ্যান করেন কয়েকজন সাংবাদিক ও সচেতন শিক্ষার্থী। বিষয়টি কানে গেলেও গুরুত্ব না দিয়ে পুরস্কার বিতরণসহ অনুষ্ঠানের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করেন ডিসি ও ইউএনও।
এদিকে, অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। কৌশলে প্রশাসনের কর্মকর্তারা আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অপচেষ্টা চালাচ্ছেন বলে কথা উঠেছে।
সৈয়দপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলজার হোসেন বলেন, আওয়ামী লীগের নেতা হিসেবে নয়, প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ হিসেবে হাফিজুর রহমানকে আমন্ত্রণ করা হয়েছে।
এ ব্যাপারে নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, প্রতিষ্ঠানপ্রধান আওয়ামী লীগ নেতাকে দাওয়াত দিলে আমাদের কী করার রয়েছে। আমি জানি না কে আওয়ামী লীগ আর কে অন্য দলের নেতা। আগে জানলে বিষয়টি এড়ানো যেতো।