স্টাফ রিপোর্টার, তিস্তা নিউজ: জলঢাকা উপজেলার বিএনপি ও যুবদল স্পষ্টতই দ্বিধা বিভক্ত। ভিন্ন ভিন্ন গ্রুপের নেতৃত্বে পরিচালিত হওয়ায় বিএনপি এবং যুবদলের অন্তর্দ্বন্দ কখনও কখনও প্রকাশ্যে রুপ নেয়। সম্প্রতি উপজেলার সকল ইউনিয়নে বিলি হওয়া ভিজিএফ চাল বিতড়নে তাদের মধ্যকার এই দ্বন্দ আবারও স্পষ্ট হয়ে উঠেছে।
উপজেলার গোলমুন্ডা ইউনিয়নে ভিজিএফ কার্ডে ইউনিয়ন বিএনপি ২৯০ টি কার্ড ভাগ নেয়। গোলমুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল করিম এসব কার্ড ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এবং তার নিয়ন্ত্রিত ছাত্রদলের মধ্যে বিতড়ন করলেও যুবদলকে এই কার্ডের কোনো ভাগ দেয় নাই। ইউনিয়ন যুবদলের সভাপতি রউফুল ইসলাম এই প্রতিবেদকের কাছে স্বীকার করেন যে, ইউনিয়ন বিএনপি যুবদলকে ভিজিএফ কার্ড থেকে বঞ্চিত করেছে। পরে তিনি ইউপি চেয়ারম্যান জনাব মিজানুর রহমানের কাছে আবেদন করে কিছু কার্ড নিয়ে যুবদলের বিভিন্ন ইউনিটে বিতড়ন করেন।
জাতীয় নাগরিক পার্টি, গন অধিকার পরিষদ তাদের ভাগে পাওয়া কার্ড মোটামোটি বিতড়ন করলেও বিএনপির কার্ড বিতড়নে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।