মাহমুদ আল-হাছান, তিস্তা নিউজঃ আজ রবিবার (৩০ মার্চ) সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সাথে তাল মিলিয়ে দেশের বিভিন্ন স্থানের মতো নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের দোলাপাড়া গ্রামে দোলাপাড়া জামে মসজিদে পবিত্র ঈদ-উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। উক্ত মসজিদের ইমাম মাওলানা আব্দুর রউফের ইমামতিতে প্রায় ৫০/৬০ জন মুসল্লি সকাল ৭'০০ টায় অনুষ্ঠিত এই ঈদের জামাতে অংশগ্রহন করেন। বেশ কয়েক বছর যাবত এই গ্রামের মুসল্লিগন সৌদি আরবের সাথে মিল রেখে রোজা, ঈদ-উল ফিতর এবং কোরবানির ঈদ পালন করে থাকেন।