Wednesday, March 5, 2025

ইসলামিক জিজ্ঞাসা ও জবাব

 


প্রশ্ন : রোজা রেখে শরবত বানানোর সময় যদি লবণ বা চিনির পরিমাণ মুখে যাচাই করে থুথু দিয়ে ফেলে দেই তাহলে রোজার কোন ক্ষতি হবে কি?


 


উত্তর : এতে রোজা মাকরুহ হবে। আন্দাজ করে লবন চিনি বা অন্য কোনো স্বাদ তৈরি করতে হবে। ফিকাহর কিতাবে আছে, পেশাদার বাবুর্চির ক্ষেত্রে বড় কোনো রান্না নিখুদ স্বাদ হওয়ার জন্য রোজাদার নয় এমন কোনো নাবালক বা রোজা রাখতে হচ্ছে না এমন কোনো নারী এই স্বাধ পরীক্ষা করে নেবে।


উত্তর দিয়েছেন ঃ মুফতি ওবায়দুল্লাহ 


শেয়ার করুন