21 Nov 2017 - 02:56:19 am

নিয়ান্ডারথাল বিলুপ্ত করা সেই আগ্নেয়গিরি আবার জাগছে

Published on শনিবার, ডিসেম্বর ৩১, ২০১৬ at ৮:৪০ অপরাহ্ণ
Print Friendly, PDF & Email

নিয়ান্ডারথাল বিলুপ্ত করা সেই আগ্নেয়গিরি আবার জাগছেঅনলাইন ডেস্ক: আদি মানব নিয়ান্ডারথাল একসময় পৃথিবীতে বেশ স্বাচ্ছন্দ্যেই বসবাস করত। কিন্তু পরবর্তীতে তারা পৃথিবী থেকে ধ্বংস হয়ে যায়।

এ ধ্বংসের পেছনে ইতালির একটি আগ্নেয়গিরিকে দায়ী করেন অনেক গবেষক। আর উদ্বেগের খবর হলো, সে আগ্নেয়গিরিটি আবার জেগে উঠছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।

ইটালির সে আগ্নেয়গিরিটির নাম ক্যাম্পি ফ্লেগরেই। প্রায় সাড়ে সাত মাইল চওড়া এর জ্বালামুখ। তবে এখনও সুপ্ত বা ঘুমন্ত অবস্থায় থাকায় এর তেমন কোনো কার্যক্রম নেই।

 

Print Friendly, PDF & Email