19 Feb 2018 - 07:50:51 am

ডিমলার কবি নুর হোসেনের কবিতা

Published on শনিবার, আগস্ট ১২, ২০১৭ at ১০:০৯ অপরাহ্ণ
Print Friendly, PDF & Email


ডিমলার কবি নুর হোসেনের কবিতাকোরবানীর ঈদ

               নূর হোসেন

মহান ত্যাগের ব্রত নিয়ে
ঈদ এলো যে ঘরে,
কিনছে সবাই গরু খাঁসি
পছন্দেরই দরে।

দামটা পশুর যাই হোকনা
সহীহ্ হওয়া চাই,
আত্নত্যাগের প্রকাশটাতেও
কোনো দ্বিমত নাই।

ঈদটা হোক আত্ন ত্যাগের
নয়তো বাহাদুরী,
যেমন পিতা চালিয়েছিলেন
পুত্রের গলায় ছুরি।

অহংকারের লেশমাত্র
যদি মিশে রয়,
হবেনা তো কুরবানীটা
সব যাবে বৃথায়।

গর্ব ভুলে কোরবাণী হোক
ত্যাগের মহিমায়,
কোবরানী হোক মনের পশুর
গরু খাঁসীর ন্যায়।

উচু-নিচু, ধনী-গরীব
সব ভেদাভেদ ভুলি,
সাম্যবাদ আর সম্প্রীতিরই
সমাজ গড়ে তুলি।

Print Friendly, PDF & Email