24 Feb 2018 - 09:47:19 am

কবি শেখ রাহবারের কবিতা

Published on শনিবার, আগস্ট ১২, ২০১৭ at ১০:৩৫ অপরাহ্ণ
Print Friendly, PDF & Email

কবি শেখ রাহবারের কবিতাশতবার লিখবো
.........শেখ রাহবার

তুমি বললে
শতবছর লিখবো
শত শব্দ শত কলমের কালিতে
শত পাতায় লিখবো।

তোমাকে বলতে গিয়ে 
যে বাক্য
আঁটকে গেল শতবার, 
সে শত-সহস্র বছরের 
পুরনো শব্দসমষ্টি 
আমি ছাপাতে দেব 
শখানেক প্রেসে।
শত ভঙ্গিতে 
শত ভিন্ন বাক্যে 
শত রকমের বিভিন্ন উপহার নিয়ে শতবার 
প্রেম নিবেদন করবো।
তুমি বললে 
শত অনুভূতির 
সে গান শত সুরে 
শতবার গাইবো
এবং 
তোমার দ্বারে উপস্থিত হবো আরও অন্তত শতবার।
Print Friendly, PDF & Email