• Home »
  • বৃহত্তর রংপুর »
  • ফজিলাতুন্নেছা মুজিবের ৮৮ তম জন্মদিবসে রংপুর জেলা মহিলালীগের আলোচনা ও দোয়া মাহফিল
ফজিলাতুন্নেছা মুজিবের ৮৮ তম জন্মদিবসে রংপুর জেলা মহিলালীগের আলোচনা ও দোয়া মাহফিল
৮ আগ '১৮

dimlanews

তিস্তা নিউজ ২৪ ডটকম এর প্রকাশিত সংবাদ গুলো পড়ুন এবং মন্তব্য করুন।

0 Shares

ফজিলাতুন্নেছা মুজিবের ৮৮ তম জন্মদিবসে রংপুর জেলা মহিলালীগের আলোচনা ও দোয়া মাহফিল

মেজবাহুল হিমেল রংপুর প্রতিনিধি: বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৮৮ তম জন্মদিবস উপলক্ষে জেলা মহিলালীগের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা মহিলালীগের সভাপতি মরতুজা মনসুর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু, দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বকসী, মহিলা বিষয়ক সম্পাদক লতিফা শওকত, প্রচার সম্পাদক রোজি রহমান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান শাহীন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফখরুল হাসান লিউ, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি। জেলা মহিলালীগের সাধারণ সম্পাদক এডভোকেট জাকিয়া সুলতানা চৈতি এর সঞ্চালনে বক্তব্য রাখেন রংপুর মহানগর মহিলালীগের সভাপতি মমতাজ বেগম, সাধারণ সম্পাদক ইসমত আরা বর্না, মহিলালীগের নেত্রী আরজিনা বেগম, নিলুফা ইয়াসমিন। আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মইনুল ইসলাম। উল্লেখ্য অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যদের শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এসময় বক্তারা বলেন, এদেশের স্বাধীনতা আন্দোলনে বেগম মুজিবের অবদান ছিল অবিস্মরনীয়। তার দেখানো পথে আমাদের এগিয়ে যেতে হবে। পরে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজত করা হয়।

 

About dimlanews

তিস্তা নিউজ ২৪ ডটকম এর প্রকাশিত সংবাদ গুলো পড়ুন এবং মন্তব্য করুন।

Related Posts

Leave a Reply

*

সম্পাদকের বক্তব্যঃ

তিস্তা নিউজ ২৪ ডটকম ভিজিট করুন এবং বিজ্ঞাপন দিন।