এম এ আজিজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারতীয় ট্রাকের চাপায় অজ্ঞাত (৩০) এক নারী নিহত হয়েছেন।
আজ বুধবার সকাল ৯ টার দিকে বন্দরের ইমিগ্রেশন চেকপোষ্টের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী রাস্তা পারাপারের সময় বন্দরে মালামাল খালাস করে ফিরে যাবার সময় ভারতীয় ট্রাক ডাব্লু বি-২৩-বি-৭১৮৭ নং ট্রাকটি চাপা দিয়ে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠিয়েছে।