• Home »
  • ওপারবাংলা »
  • মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মেখলিগঞ্জ শহরে বিশাল মিছিল
মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মেখলিগঞ্জ শহরে বিশাল মিছিল
১৭ জুলা '১৮

dimlanews

তিস্তা নিউজ ২৪ ডটকম এর প্রকাশিত সংবাদ গুলো পড়ুন এবং মন্তব্য করুন।

0 Shares

মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মেখলিগঞ্জ শহরে বিশাল মিছিল

শুভ্রজীৎ বিশ্বাস, মেখলিগঞ্জ, ১৭ জুলাই : মেখলিগঞ্জ শহর মহিলা তৃণমূল কংগ্রেস ও মেখলিগঞ্জ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার বিকেলে মেখলিগঞ্জ শহরে  বের করা হয় এক বিশাল মিছিল । মিছিলটি মেখলিগঞ্জ বাজার পরিক্রমা করে ।  

মেখলিগঞ্জ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয় আগামী ২১ জুলাই পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের ডাকে কোলকাতার ধর্মতলায় শহীদ স্মরণে যে বিরাট কর্মসূচীর ডাক দেওয়া হয়েছে তার সমর্থনেই আজকের এই মিছিল ।

এদিন মেখলিগঞ্জ ব্লকের প্রতিটি অঞ্চল ও মেখলিগঞ্জ শহরের মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যারা এই মিছিলে অংশগ্রহণ করেন । মিছিলে নেতৃত্ব দেন মেখলিগঞ্জ শহর মহিলা তৃণমূল কংগ্রেসের দাপুটে নেত্রী সোমা ভৌমিক, ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী ফুলতি রায় । এছাড়াও উপস্থিত ছিলেন তিমির বরণ ভৌমিক , বিষ্ণু পদ ঘোষ, ফিরোজ ইসলাম প্রমুখেরা । 

About dimlanews

তিস্তা নিউজ ২৪ ডটকম এর প্রকাশিত সংবাদ গুলো পড়ুন এবং মন্তব্য করুন।

Related Posts

Leave a Reply

*

সম্পাদকের বক্তব্যঃ

তিস্তা নিউজ ২৪ ডটকম ভিজিট করুন এবং বিজ্ঞাপন দিন।