
দিপু খানের কবিতা-“বিদ্যা সাগরে রক্ত চোষা জোঁক”
“বিদ্যা সাগরে রক্ত চোষা জোঁক”
দিপু খান
মা, সবাই তো একে একে ভর্তি হয়ে যাচ্ছে….
বাবা- আমার কলেজের ভর্তির দিন গড়িয়ে যাচ্ছে……!!
বাবার গামছা আর মায়ের আঁচলের
ডলাপিঠেতে রক্ত লাল হয়ে গেছে আমার
স্বপ্ন দেখা দু’টি চোখ…….!
শিক্ষার মহৎ আলোর পিছনে লুকিয়ে থাকে
অর্থের কুপি ভরা কেরোশিন
তার দাম আজ বেড়েছে অনেক,,,
ডিলার থেকে খুচরা বিক্রেতার কাছে-
আমার মত গরিবের পিঠের ছালের দাম!
বুঝে গেছি বাবার প্রতিটি দ্বীর্ঘনিশ্বাসে
আর আঁড়ালে মায়ের চোখের জলের প্রতিটি ফোঁটার ভাষায়…।
শকুনের লম্বা গলার আওয়াজে
আমার দু ইন্চি গলার আওয়াজ হারিয়ে যায়,
হারিয়ে যায় আমার স্বপ্ননের উড়োজাহাজ
অদৃশ্য হয়ে যায় আমার স্বপ্নের কলেজ করিডোর।
মাঝে মাঝে শরীর শিউরে ওঠে
বিদ্যা সাগরে রক্ত চোষা জোঁকের উপদ্রপে
লবণ ছিটাতে ইচ্ছে হয়
ইচ্ছে হয় ঝাঁপিয়ে পরে পেট কেটে বের করে নেই
চোষা রক্ত গুলো,
কিন্তু চেয়ে দেখি পায়ের নিচে শ্যাওলা
ঝাঁপিয়ে পরার আগেই পা পিছলানোর ভয়…..।